২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুষ্টিয়ায় পদ্মা নদীতে জালে ধরা পড়ল বিশালাকৃতির কুমির

পদ্মায় জালে ধরা পড়া কুমির - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে একটি বিশালাকৃতির কুমির ধরা পড়েছে। কুমিরটির আনুমানিক ওজন সাড়ে ৩ মণ এবং লম্বায় প্রায় ১০ ফুট বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুর ঘাটের কাছে শরিফুল ইসলামের মাছ ধরার জালে কুমিরটি ধরা পড়ে। এ সময় বিশালাকৃতির এই কুমির দেখতে হাজারো উৎসুক জনতার ভিড় করে।

মিরপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, ‘কুমিরটি বয়স্ক এবং বিশালাকৃতির। পদ্মা নদীর গভীরে নিরাপদ স্থানে কুমিরটি অবমুক্ত করা হবে।’

চারুলিয়া গ্রামের জেলে নাসির উদ্দিন জানান, ‘প্রতিদিনের মতো সকালে তিনিসহ সাত জেলে নৌকা নিয়ে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলে কিছু সময় পর জাল তোলা হলে জালে কোনো মাছ দেখা না গেলেও অস্বাভাবিক ভারী লাগছিল। তিনি জাল টেনে তোলার পর দেখতে পান, একটি বিশালাকৃতির কুমির আটকা পড়েছে। প্রথমে ভয় পেলেও সহযোগিরা মিলে কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে জাল দিয়ে জড়িয়ে ও শক্ত দড়ি দিয়ে মুখ-পা বেঁধে ফেলেন। এরপর নৌকা ও বালু বহন করা ছোট গাড়িতে করে নদীর তীরে আনা হয়।’

জেলে নাসির জানান, ‘পদ্মা ও গড়াইয়ে এক মাস ধরে কুমির দেখা যাচ্ছে। এ খবরে জেলেরাসহ আশপাশের মানুষরা সতর্ক ছিল। জালে বিশালাকৃতির কুমির ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার নারী-পুরুষসহ শিশুরা এসে জড়ো হয়।’

দুপুরে সরজমিনে দেখা যায়, ‘কুমিরটি জাল দিয়ে প্যাঁচানো। শক্ত দড়ি দিয়ে মুখ-পা বাঁধা থাকায় নিথর হয়ে শুয়ে আছে। এ সময় কেউ কেউ মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছে। এলাকার বাসিন্দারা জানান, ‘নদীতে কুমির আছে শুনেছি। কিন্তু এত বড় কুমির কখনো দেখিনি।’

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘নভেম্বরের শেষে পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমির আছে বলে এলাকার মানুষ জানান। ৩ ডিসেম্বর নিজে সেখানে গিয়ে গড়াই নদে কুমির দেখেছি। আমি কুমিরের জন্য নদীর মাঝে মুরগি রেখেছিলাম কিন্তু তখন দেখা যায়নি। তবে কুমিরকে যাতে বিরক্ত করতে না পারেন, সে জন্য নির্দেশনামূলক সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে আসি। আজ কুমির ধরার খবর পেয়ে এখানে ছুটে আসি। কুমিরটি যাতে বাঁচতে পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এস আই সোহেল জানান, ‘এটা মিঠা পানিতে বিচরণ করা কুমির। এই জাতটি এখন দেশ থেকে বিলুপ্তির পথে। কিছু দিন আগে গড়াই নদীতে এই কুমিরটির দেখা পান এলাকাবাসী। পদ্মা নদীর গভীরে নিরাপদ স্থানে এই কুমিরটিকে ছেড়ে দেয়া হয়েছে।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘পদ্মায় কুমির ধরার খবর পাওয়া গেছে। সেটির যথাযথ ব্যবস্থা নিতে বন বিভাগকে বলা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
মিরপুরে জেনেভা ক্যাম্পে আগুন  ৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সকল