২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার

- ছবি - নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক কোটি ৩৪ লাখ টাকা মূল্যের এক কেজি ১৯৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার সময় মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একজন চোরাকারবারি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে যাবে।

এ তথ্যের ভিত্তিতে সোমবার মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/১ এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মো: আশকার মন্ডলের আম বাগানের ভেতরে অবস্থান নেয়। দুপুর পৌনে ২টার দিকে একজন চোরাকারবারী বাইসাইকেলযোগে আম বাগানের ভেতর দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি বাই-সাইকেল ফেলে দৌড়ে বাগানের ভেতর দিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের ফ্লাটবার উদ্ধার করে। উদ্ধার স্বর্ণের ওজন এক কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম। যার মূল্যে এক কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আরো সংবাদ



premium cement