নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৪
নড়াইলের লোহাগড়ায় কাঠবোঝাই ভটভটি উল্টে তার নিচে চাপা পড়ে হেলপার তৌফিক তালুকদার নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চাচই গ্রামের দক্ষিণপাড়া কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তৌফিক ওই উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে লোহাগড়ার চাচই গ্রামের দক্ষিণপাড়া কাঠের পুল এলাকায় কাঠবোঝাই ভটভটি কাঠের পুলে উঠতে গিয়ে উল্টে যায়। এ সময় ভটভটির ওপরে বসে থাকা হেলপার তৌফিক তালকদার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠান।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা