২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় জমিজমার জেরে কৃষককে কুপিয়ে হত্যা

- ছবি - সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমিজমার পূর্ব বিরোধের জেরে আহমেদ শরীফ (৪৫) নামে এক কৃষককে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়ায় গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ ওই এলাকার মৃত বিশারত আলীর ছেলে।

এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম (৪০), সেলিম (৫৫) ও সেলিমের ছেলে সোয়েব (৩৩)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিপক্ষ আনসার জোয়ার্দ্দারসহ তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। রোববার সন্ধ্যায় প্রতিপক্ষ আনসার জোয়ার্দ্দার ও তার সঙ্গী ফরিদ উদ্দীন নিহত শরীফ ও তার আত্মীয়দের সাথে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে আনসারের লোকজন শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে আরো তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত আব্দুল হালিমের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আনসারসহ তার লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আনসার ও ফরিদ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। রোববার সন্ধ্যায় তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে শরীফ ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আমিসহ আরো দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছি।’

তবে, এ ঘটনায় অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আহতরা হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

সকল