চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪২
যশোরের চৌগাছায় নানার বাড়ি বেড়াতে এসে সাইমুম হাসান (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইমুম হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের শিমুল হাসানের ছেলে বলে জানা গেছে।
নিহত সাইমুম হাসানের চাচাতো মামা আব্দুল আহাদ জানান, ‘সাইমুম হাসান তার মায়ের সাথে আমাদের এখানে বেড়াতে আসে। বিকেলে সে অন্যদের সাথে খড়িঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পিচের রাস্তায় পায়ে হেঁটে বাড়ির দিকে আসছিল। এ সময় একটি মোটরচালিতভ্যান বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা মডেল সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগে কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠায়। যশোরের নেয়ার পথে সে মারা যায়।
চৌগাছা মডেল সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্য চিকিৎসক শাইদুর রহমান ইমন বলেন, শিশুটির অবস্থা খুব খারাপ ছিল।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা