২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় জনপ্রিয় হয়ে উঠছে পলিথিনে ঢাকা বীজতলা

- ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় জনপ্রিয় হয়ে উঠছে পলিথিনে ঢাকা বীজতলা। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে উপজেলার বেশিভাগ ইরি-বোরোর বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি বছর ঘন কুয়াশায় ইরি-বোরো ধানের বীজতলা বিবর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য চৌগাছার কৃষকেরা এখন পলিথিন ঢাকা দিয়ে বীজতলা তৈরি করছেন। কম সময়ে স্বাস্থ্যবান ও ভালো বীজ পাওয়ায় ইতোমধ্যে এ পদ্ধতিটি চাষিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, চলতি মৌসুমে চৌগাছা উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ২৭০ হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭২ হাজার ৯৯০ টন। বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করতে এ উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে পাঁচ হাজার ৩৫০ জন কৃষককে উফশি জাতের পাঁচ কেজি করে ধানের বীজ ও ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়েছে।

এছাড়া দুই হাজার ৩০০ জন কৃষককে দুই কেজি করে উন্নত জাতের হাইব্রিকেট ধানের বীজ দেয়া হয়েছে। গত মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৮ হাজার ২৪০ হেক্টর জমিতে।

ডিসেম্বর মাসের প্রথম থেকে কৃষকেরা বাড়ির পাশে খাল বিল ডোবা ও নদীর ধারে বীজতলা তৈরি করে থাকেন। কিন্তু প্রতি বছর ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে অনেক বীজতলা নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা পড়েন বিপদে। তখন বাইরে থেকে বীজতলা সংগ্রহ করতে হয়। এ অবস্থায় পলিথিন ঢাকা দিয়ে উঁচু জমিতে বীজতলা তৈরির পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ।

ইতোমধ্যে এ উপজেলায় যেসব বীজতলা তৈরি করা হয়েছে তার অর্ধেকই পলিথিন দিয়ে ঢাকা। বীজ গজানোর পর রোদ্রজ্জ্বল দিনে পলিথিনের ঢাকা তুলে ফেলতে হয়। মাঝে মধ্যে পানি সেচ দিতে হয়। পলিথিন ঢাকা দিয়ে তৈরি বীজতলা শৈত্যপ্রবাহ ও কুয়াশায় নষ্ট হয় না এবং সময়মতো খেতে লাগানো যায়। এ বীজ থেকে ধানের উৎপাদনও তুলনামূলকভাবে বেশি। তাই এ পদ্ধতি কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

উপজেলা স্বরুপদাহ গ্রামের কৃষক জামাল উদ্দিন জানান, গত বছর ধরে আমরা পলিথিন দিয়ে বীজতলা তৈরি করছি। কারণ শীতে বীজতলা নষ্ট হয়ে যায়। তাই বীজতলা রক্ষার জন্য পলিথিন ব্যবহার করা হচ্ছে।

একই গ্রামের কৃষক ফসিউজ্জামান লোটন বলেন, ‘শীতের আবহাওয়া বীজ তলার জন্য ঝুঁকিপূর্ণতাই পলিথিন দিয়ে ঢেকে দিলে ভালো হয়।’

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, ‘তীব্র শীত ও ঘন কুয়াশা কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাই আমাদের এ এলাকার কৃষকদের পলিথিনের ঢাকা দিয়ে বীজতলা তৈরি করার জন্য আমরা পরামর্শ দিয়ে আসছি। আর তারা এভাবে বীজতলা তৈরি করে লাভবান হচ্ছে।’


আরো সংবাদ



premium cement
আবারো দাফন হবে হারিছ চৌধুরীর লাশ, দেয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে : জামায়াত আমির ফিলিস্তিনের মসজিদ পুড়িয়ে দিলো ইসরাইলিরা আ’লীগকে নিষিদ্ধের দাবিতে জেলা-উপজেলায় কর্মসূচি করা হবে : নুর রূপালী ব্যাংকে ডাকাতি : ২ জনের দায় স্বীকার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক এবার বনশ্রীর আবাসিক ভবনে আগুন ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের ডাক নাহিদের কোরআন-সুন্নাহর মাধ্যমেই শান্তির সমাজ বিনির্মাণ সম্ভব : জামায়াত আমির উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

সকল