মাগুরায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
- মাগুরা প্রতিনিধি
- ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম (২৭) নামে যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেরইল-পলিতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ওই এলাকার বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আকবর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সাবেক ইউপি সদস্য আকবর আলী ও বর্তমান সদস্য রাজা গাজীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বেরইল-পলিতা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য রাজা গাজীর নেতৃত্বে তার সমর্থকরা প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আকবর আলির ছেলে শরিফুল ইসলামকে পলিতা-বেরইল বাজারে একা পেয়ে কুপিয়ে হত্যা করে। নতুন কোনো সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব আলী বলেন, ‘হত্যার জের ধরে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত শরিফুল ইসলামের লাশ পুলিশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা