১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেহেরপুরে একটি দোকোনে ট্রাক ভিড়িয়ে চুরি

- ছবি : প্রতীকী

মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে একটি দোকানের সামনে ট্রাক ভিড়িয়ে চুরি সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সোহানা বস্ত্রালয়ে এ ঘটনা ঘটে।

সোহানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী স্বপন ইসলাম জানান, রাত আড়াইটার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। ভোরে মোবাইল ফোনে তাকে জানানো হয় দোকানের তালা ভেঙে মালামাল লুট হয়েছে। তিনি দোকানে গিয়ে দেখেন তালা কেটে চোরের দল ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে।

স্থানীয় একজন নারী তাকে জানান, ভোরের দিকে তিনি দোকান থেকে একটি ট্রাকে মালামাল তুলতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বপন পুলিশকে জানান দোকান থেকে শীতের নতুন কম্বল, থ্রি পিস, শাড়িসহ ১২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে চোরের দল।

নৈশ প্রহরী শহিদুল ইসলাম গগন জানান, রাত ৪টার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিল। এরপর একপর্যায়ে তারা একটি দেশীয় অস্ত্র তার বুকে তাক করে চোখ-মুখ বেঁধে অন্য এক জায়গায় নিয়ে ফেলে রাখে। পরে কী হয়েছে তা কিছুই দেখেননি তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, চোরের দল অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার ক্রাইম টিম-সহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রুত এ সংঘবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


আরো সংবাদ



premium cement