১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম - ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দু’জনকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক।

বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ঝোড়াঘাটা গ্রামের এলাহি বক্সের ছেলে জহুরুল ইসলাম (৩৬) ও ভালাইপুর গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন ।

আহতরা জানান, জহুরুল ইসলাম ভালাইপুর বাজারে চালের ব্যবসা করেন। বিএনপি'র রাজনীতির সাথে জড়িত আছেন। রাজনৈতিক পূর্ব বিরোধ চলছিল স্থানীয় দুটি গ্রুপের মধ্যে। এরই জের ধরে বুধবার বিকেলে জহুরুল ইসলামকে প্রতিপক্ষরা কুপিয়ে রক্তাক্ত জখম করে। পাশে থাকা সাব্বির হোসেন নামের এক যুবক ঠেকাতে এলে তাকেও কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত জহুরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ জানান, আহত দু’জনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ধারালো অস্ত্রের। একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান জানান, ভালাইপুরের ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।


আরো সংবাদ



premium cement
রাখাইন রাজ্যে সংঘর্ষে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন শিক্ষার্থীরা আরবি ভাষা শিখলে উন্নয়নে অবদান রাখতে পারবে বিসিএসের আবেদনে চিকিৎসকদের বয়স ৩৪ করা হোক : ড্যাব জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ শিক্ষার্থী গুপ্তহত্যায় ছাত্রশিবিরের উদ্বেগ যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দাবি শিশু বিশেষজ্ঞদের ‘বাংলাদেশের উপজেলাসমূহের ডিজিটাল মানচিত্র প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার বাংলাদেশকে আরো ৭৫০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে আইএমএফ তদন্তে বেরিয়ে এলো মা-মেয়ে হত্যার লোমহর্ষক কাহিনী বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বাফুফে যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সকল