খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
- খুলনা ব্যুরো
- ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৫
খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে মো: সোহেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে নগরীর হাজী মুহাম্মদ মুহসিন রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোহেল রাজমিস্ত্রীর কাজ করতেন। তিনি নগরীর বাবুখান রোডের খালেক কারিগরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে নগরীর হাজী মুহাম্মদ মুহসিন রোডে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পিঠের ডান পাশে লেগে বুকের বাম পাশ দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ওসি মনিরুল গিয়াস জানান, প্রাথমিকভাবে জানা গেছে ৩ থেকে ৪ দিন আগে সোহেলের সাথে কয়েকজন যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছিল। হয়তো এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা