১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ভারতের সাথে স্বামী-স্ত্রীর মতো নয়, প্রতিবেশীর সম্পর্ক হওয়া উচিত’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম - ছবি : নয়া দিগন্ত

ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয়, বরং প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত। প্রতিবেশী যেমনই হোক না কেন তার সাথে সম্পর্কও প্রতিবেশী সূচকে হতে হবে। এই বিষয়টি যদি বিজেপি সরকার বারবার এড়িয়ে যায় তাহলে মনে হয়, ভারতেরও মানুষের সময় এসেছে নতুন করে বিষয়গুলো নিয়ে ভাবার। তাদেরও এখন নিজেদের সংস্কারের চিন্তা-ভাবনা করা উচিত।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গায় বিজয় মেলায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম।

এবারের বিজয় উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ৭১-কে স্বীকার করলে ২৪-কে স্বীকার করা যাবে না বিষয়টি এমন নয়। ৭১-এ যেটি শুরু হয়েছিল ২৪ সেটিরই একটি সিলসিলা (ধারাবাহিকতা)। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ আওয়ামীকরণের কালো ছায়ায় আবদ্ধ ছিল। সে ছায়া কেটে যাওয়ার পর মানুষ বিজয়ের আনন্দ উপভোগ করতে পারছে। এর আগে বিজয় দিবস মানেই ছিল সকাল থেকে একই ধরনের গান বাজছে, মোটরসাইকেলের শো ডাউন চলছে আর দলীয় লোকজনের মধ্যে খিচুড়ি বিতরণ হচ্ছে। সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। জুলাই অভ্যুথানের পর বর্তমান প্রজন্ম বিজয়ের আনন্দ বুঝতে পারছে। নতুন করে বিজয় বা স্বাধীনতার চেতনা জাগ্রত করার জন্য জুলাই অভ্যুত্থানের খুব দরকার ছিল।

দেশে নির্বাচনের বিষয়ে সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, গণতান্ত্রিক কাঠামোতে নির্বাচন তো হওয়ায় উচিত। তবে তার আগে সকল রাজনৈতিক দলগুলোর একমতে এসে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হওয়া উচিত।

এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার সভাপতি আসলাম অর্ক, সাধারণ সম্পাদক সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলামসহ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement
ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন বাংলাদেশে ধর্মীয় শিক্ষার গুরুত্ব রমজানে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে শুল্ক-কর অব্যাহতি কলুষিত নির্বাচন, দায় কার সিরিজ জয়ের আশায় লিটন মোদির ‘বিজয় দিবসের’ বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া কিশোরগঞ্জে জেলা প্রশাসকের অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান, তোলপাড় ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে পার্লামেন্টে প্রিয়াঙ্কা, যা বলল বিজেপি ‘ইসরাইলি শাসকদের গ্রেফতার করা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব’ মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির শ্রদ্ধা উইলিয়ামসনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড

সকল