১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের সভাপতিসহ আটক ২

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের সভাপতিসহ আটক ২ - ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা থেকে পৌর ছাত্রলীগের সভাপতিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ১৬ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় দর্শনা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে দর্শনার কেরু কোম্পানী এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের আব্দুল খালেকের ছেলে দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি (৪০) ও আলাউদ্দিনের ছেলে ছাত্রলীগের সদস্য আহসান হাবীব রকি (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার কেরু কোম্পানী এলাকায় পৃথক অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ওই এলাকা থেকে ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি ও আহসান হাবীব রকিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দর্শনার পরানপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও বাড়িতে থাকা লোকজনকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগে গত ২৭ আগস্ট দর্শনা থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ৬৯ জন আসামির মধ্যে তারা দু’জন অন্যতম।

ওসি তিতুমীর বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও মারধরের মামলা রয়েছে। তাদের আজ সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement