১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী আহত

গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী আহত - নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিলরুবা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী সাজ্জাদুর রহমান।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার ছাতিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাতহতদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের। আহত সাজ্জাদুর বারাদী বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদুর রহমান স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ছাতিয়ানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী দিলরুবা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত সাজ্জাদুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।


আরো সংবাদ



premium cement