১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম

খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিন - ছবি : নয়া দিগন্ত

খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফিরে আসার বার্তা প্রচারের ঘটনা তদন্তে রেলওয়ের পশ্চিম জোনের চার সদস্যের একটি দল খুলনা পৌঁছেছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে করে কমিটির সদস্যরা খুলনায় পৌঁছান।

এ ঘটনায় তদন্ত কমিটির প্রধান হলেন রেলওয়ের পশ্চিম জোনের বিভাগীয় রাজস্ব অফিসার হাসিনা খাতুন। অন্য তিন সদস্য হলেন বিভাগীয় বাণিজ্যিক অফিসার গৌতম কুমার কুণ্ডু, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শেখ ও বিভাগীয় সংকেত টেলিযোগাযোগ অফিসার সৌমিক কবীর শাওন।

জানা গেছে, তদন্ত কমিটির সদস্যরা খুলনায় পৌঁছেই তদন্তকাজ শুরু করেন। প্রথমে তারা স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ ঘটনায় মামলা প্রস্তুতি বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এ ঘটনার পর থেকে খুলনা ও রাজশাহীর ডিজিটাল স্ক্রিন বোর্ড বন্ধ রাখা হয়েছে।

খুলনা রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ রানা বলেন, ‘গত শনিবার রাতে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। রোববার দুপুরে তারা খুলনায় পৌঁছান। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন। তদন্ত করার পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।’

তিনি আরো বলেন, খুলনা রেলওয়ে স্টেশনে দু’টি ডিজিটাল স্ক্রিন রয়েছে। স্ক্রিন বোর্ডটি নিয়ন্ত্রণ করেন ত্রিপোলী সাইন নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী আসলাম হোসেন সেন্টু। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় একটি স্ক্রিন চলছিল এবং অপরটিতে হ্যাকড লেখা ছিল। তিনি সাথে সাথে বিষয়টি সেন্টুকে অবগত করেন। সেন্টু রাত ১০টার দিকে এসে বিষয়টি সমাধান করেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন বার্তা ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠলে তিনি সাথে সাথে সুইচ বন্ধ করে দেন।

এর আগে আগেই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথে রেলস্টেশনের অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণ। অন্যদিকে একই সময় নগরীর বয়রা আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্ক্রিনেও একই ধরনের ভিডিও ভাইরাল হয়। এরপর তিনি ফোন দিলে ২০ মিনিট পর সেন্টু ঘটনাস্থলে আসে।

সেন্টু উপস্থিত লোকজন ও সাংবাদিকদের কাছে বলেন, এর পাসওয়ার্ড ও ডিজিটাল স্ক্রিন তিনি নিয়ন্ত্রণ করেন। এ সময় সেন্টুকে আটক করে পুলিশে সোপার্দ করা হয়। এর আগে ঢাকায় এমন ঘটনা ঘটেছিল। শনিবারের ঘটনার পর থেকে খুলনা ও রাজশাহীর ডিজিটাল স্ক্রিন বোর্ড বন্ধ রাখা হয়েছে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান সাংবাদিকদের বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: নাবিল খান মামলা করবেন। তিনি খুলনা রেলওয়ে স্টেশনের তিনজন স্টাফের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে মামলা করবেন।’


আরো সংবাদ



premium cement
জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

সকল