১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে - সংগৃহীত

মাছ ধরার সময় ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘ এক বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশী ছয় জেলে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা জেলেরা হলেন বাগেরহাট জেলার বাগেরহাট থানার শ্রী পালতলা গ্রামের ইলিয়াস শেখ (৫১) ও বানসাতালী গ্রামের শেখ রাসেল (৩৬) ও ঠেঙ্গামারী গ্রামের রাজু সরদার (৩১), কামরাঙ্গা গ্রামের মোহাম্মদ আলী শেখ (২১) ইসরাত খান (৪৮) ও বাবুল রশিদ (৪১)।

ফেরত আসা শেখ রাসেল জানান, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর বাগেরহাটের মোংলা সুন্দরবন দুবলারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। আটকের পর কোস্টগার্ড তাদের কলকাতার দমদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেখানকার পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত এক বছরের সাজা দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠায়। কারাভোগ শেষে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার রাতে তারা দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ফেরত আসা জেলেদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার

সকল