চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ
- কুষ্টিয়া প্রতিনিধি
- ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:১৮
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট, (বাশিস) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম কিন্তু দু’ধরনের প্রতিষ্ঠানের মধ্যে অনেক বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়ি ভাড়া পেলেও আমরা পাই মাত্র এক হাজার টাকা। বাংলাদেশে কোথায় বাড়ি ভাড়া এক হাজার টাকা আছে সেটা সরকারের কাছে জানতে চাই। খুব শ্রীগ্রই এক দফা এক দাবিতে আমরা রাজপথে নামব।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ , কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী মো: জাকির হোসেন সরকার, বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো: দেলোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি মো: আইনুদ্দিন, শিক্ষক কর্মচারী ঐক্য জোট নেতা হামিদুর রহমান বকুল।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার আহ্বায়ক ও শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়া সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদশার সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম, শিলাইদহ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের সভাপতি নওয়াব আলী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা