১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শৈলকুপায় ইমামের ফতোয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

শৈলকুপায় ইমামের ফতোয়া নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন - ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইমামের ফতোয়া দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। সেই সময় ভাঙচুর করা হয়েছে ৩০টি বাড়ি। এরপর বাড়িতে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় ওই উপজেলার সাতগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, সাতগাছী মসজিদে শুক্রবার আজানের আগে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্যা মুসল্লিদের উদ্দেশে কিছু বয়ান দেন। সেই বয়ানের মধ্যে মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্যার নাতি ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় প্রতিবাদ জানান মতলেব মোল্যা। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মতলেব মোল্যা ও হাকিম মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তানজু (৩৫), সম্পা খাতুন (৩০), বশির মোল্যা (৪০), জাফর মোল্যা (৩০), রুপচাঁদ (৩৫), জামেলা (৬৫), রোকনুজ্জামান (৩৫), সুজন (৩৫), আমিরুল (২৫), সাগর (২৭), সাহেব আলী (৫০), আক্তার হোসেন (২৫), আকবর আলী শেখ (৬০), আব্দুল হাকিম (৭৫), রাশেদ আলীসহ (২৫) উভয় গ্রুপের ২৫ জন গুরুতর আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ, ফরিদপুর ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্যা ও সাধারণ সম্পাদক হাকিম মোল্যার সমর্থকরা দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় কোরবান আলী, শুকুর আলী, এরশাদ আলী, দুলাল, রজব আলী, আজিবর রহমান, তৈমুর মোল্যা, কাদের মোল্যা, জালাল মেল্যা, জান্নাত আলী, ফিরোজ, বাবু, মিলন, সিদ্দিক শেখ, নাজির আলীসহ ৩০ জনের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়।

এ ব্যাপারে থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ বলেন, ‘সামান্য বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া ঠিক হয়নি। সবাই এক জায়গায় বসে সমস্যার সমাধান করা যেত।’

এ ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ‘আগুনের বিষয়টি নিজেদের সাজানো। মামলা ক্রিয়েট করার জন্য নিজেরা নিজেদের ঘরে আগুন দিয়েছে।’

তিনি বলেন, ‘সাতগাছী গ্রামে শুক্রবারের এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার কিছু বাড়িতে হামলা ও ভাঙচুর হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাতগাছী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল