১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পলায়নকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে মাঝে মাঝে বলছেন, কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। আপনাকে ঢুকতে দেয়া হবে না, বরং ধরে এনে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হবে।’

শনিবার দুপুর ১২টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসেন বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করেছিল। তারা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর ১১ জন নেতাকে হত্যা করেছে। এর বাইরে ৫০০ নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। পঙ্গু হয়েছে হাজার হাজার।

তিনি বলেন, জামায়াত আমির ডা: শফিকুর রহমান সারাদেশ ঘুরে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে না পারলে শ্রমিক শোষণ বন্ধ হবে না। শ্রমনীতি পরিবর্তন করতে হলে জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। আগামী নির্বাচনে দুর্বৃত্ত অথবা স্বৈরাচারের দোসররা ক্ষমতায় আসতে না পারে সেদিকে সকলকে নজর রাখতে হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি আক্তারুজ্জামান, সাবেক অঞ্চল পরিচালক ইদ্রিস আলী ও সহকারী অঞ্চল পরিচালক মশিউর রহমান।

উল্লেখ্য, সম্মেলনে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল মালেক সভাপতি নুরুল আমিন সেক্রেটারি হয়েছেন।

এ সময় জামায়াতের যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা র‍্যাবের ক্ষমা প্রার্থনা কি বাহিনীটিকে বিতর্ক মুক্ত করতে পারবে? চাটমোহরে ২ আ’লীগ নেতা গ্রেফতার

সকল