১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পলায়নকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে মাঝে মাঝে বলছেন, কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। আপনাকে ঢুকতে দেয়া হবে না, বরং ধরে এনে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হবে।’

শনিবার দুপুর ১২টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসেন বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করেছিল। তারা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর ১১ জন নেতাকে হত্যা করেছে। এর বাইরে ৫০০ নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। পঙ্গু হয়েছে হাজার হাজার।

তিনি বলেন, জামায়াত আমির ডা: শফিকুর রহমান সারাদেশ ঘুরে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে না পারলে শ্রমিক শোষণ বন্ধ হবে না। শ্রমনীতি পরিবর্তন করতে হলে জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। আগামী নির্বাচনে দুর্বৃত্ত অথবা স্বৈরাচারের দোসররা ক্ষমতায় আসতে না পারে সেদিকে সকলকে নজর রাখতে হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি আক্তারুজ্জামান, সাবেক অঞ্চল পরিচালক ইদ্রিস আলী ও সহকারী অঞ্চল পরিচালক মশিউর রহমান।

উল্লেখ্য, সম্মেলনে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল মালেক সভাপতি নুরুল আমিন সেক্রেটারি হয়েছেন।

এ সময় জামায়াতের যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই একসাথে কাজ করব : আব্দুল হালিম

সকল