১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

- ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আশানুর রহমান (১৩) নামের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর চৌগাছা সড়কের বেলতলায় এ ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হয়েছে হৃদয় হোসেন (১৪)। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, বাথানগাছি গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশানুর রহমান ও একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে হৃদয় মোটরসাইকেলযোগে চৌগাছা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘সড়ক দুর্ঘটনায় নিহত আশানুর রহমানের লাশ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত হৃদয়কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement