অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৬
যশোরের অভয়নগর ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এর জেরে ঘাটত ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শংকরপাশা নন্দির বটতলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নন্দির বটতলা গ্রামের ইব্রাহিম বিশ্বাস ছেলে সাবেক সেনা সদস্য ও ব্যবসায়ী ইসমাইল বিশ্বাস (৪০) ও একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে মহসিন (৩২)।
স্থানীয়রা জানায়, ইসমাইল বিশ্বাস রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তার সাথে ছিলেন দোকানের কর্মচারী মহসিন। তারা বাড়ির কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়লে তাদের শরীরের ওপর দিয়ে ট্রাকের সামনে চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে দু’জনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন।
দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্কর্তা (ওসি) ইমাদুল করিম বলেন, পলাতক ট্রাকচালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা