১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

- ছবি : নয়া দিগন্ত

যশোরের অভয়নরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রকটি আগুন ধরিয়ে দেয়।

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া শংকরপাশা নড়াইল সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা উপজেলা শংকরপাশা গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে ইসমাইল হোসেন (৪০) ও দাউদ মল্লিকের ছেলে মহাসিন (৩৫) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে পুড়াখালী থেকে মটরসাইকেলে করে বাড়িতে যাচ্চিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তদের ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement