কুষ্টিয়ায় পদ্মায় ভাঙন রোধে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ
- আছাদুর রহমান বাবু, মিরপুর (কুষ্টিয়া)
- ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮
কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে পৌনে ৩ ঘণ্টা কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত উপজেলার বহলবাড়িয়া এলাকার এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
এ সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় নদী ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মেহেদী হাসান অপু বলেন, ‘আমাদের পদ্মা নদীর অংশে ছয়টি চ্যানেল হয়েছে। এর মধ্যে মূল চ্যানেলটি হয়েছে আমাদের এই জনবহুল এলাকার মধ্য দিয়ে। ফলে এখনো মেসিভ পরিমাণ ভাঙন হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করবে। কিন্তু এখনো তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানুয়ারিতে কাজের কথা বলছেন। দ্রুত কাজ শুরু না হলে আবারো কর্মসূচি দেয়া হবে।’
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘মিরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসী। পরে তাদের সাথে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেয়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা