০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

খুলনায় দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

- ছবি : প্রতীকী

খুলনায় দুর্বৃত্তের হামলায় আহত আমির হোসেন বোয়িং মোল্লা (৬০) নামে এক বিএনপি নেতা মারা গেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

বোয়িং মোল্লার ভাতিজা সালাউদ্দিন মোল্লা বুলবুল জানান, ‘মঙ্গলবার ভোরে চাচার অবস্থার অবনতি হলে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে যায়।’

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল গিয়াস বলেন, ‘মৃত্যুর সংবাদ জেনে বোয়িং মোল্লার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় এবং ঘাড়ে দু’টি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে মনে হয়। মঙ্গলবার রাতে তার ছোট ভাই মো: আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা করেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গত শুক্রবার রাতে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে আমির হোসেন বোয়িং মোল্লা কেরাম টুর্নামেন্ট দেখতে যান। রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করে। গুলি থেকে বেঁচে গেলেও দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এবং ঘাড়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর পুনরায় তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। চার দিন আইসিইউতে থাকার পর বুধবার সকালে বোয়িং মোল্লা মারা যান।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল