০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তালায় পাঁচ মাস পর কবর থেকে নারীর লাশ উত্তোলন

তালায় পাঁচ মাস পর কবর থেকে নাছরিন বেগমের লাশ তোলা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

সাতক্ষীরার তালায় পাঁচ মাস পর কবর থেকে নাছরিন বেগম (৩৮) নামে এক নারীর লাশ তোলা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার লাশটি তোলা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল-আমিন, তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: হাসানুর রহমান এবং তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

নাছরিন বেগম রায়পুর গ্রামের রফিক শেখের স্ত্রী।

এ ব্যাপারে রফিক শেখ জানান, ‘আমি জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করি। আমার স্ত্রী নাসরিন একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকত। গত ১০ জুন জানতে পারলাম আমার স্ত্রী মারা গেছে। আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রীকে গোছল করিয়ে আমার পরিবারের লোকজন কাফন পরিয়ে রেখেছে। তার মৃত্যুর বিষয়টা নিয়ে আমি মানসিকভাবে ভেঙ্গে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা আমার স্ত্রী নাছরিনকে কবর দিয়ে দেন। পরে জানতে পারলাম যে দিন আমার স্ত্রী মারা গেছে ওইদিন রাতে তাকে ফোন দিয়েছিলেন মাছিয়াড়া গ্রামের মোসলেম গাজীর ছেলে আলমগীর গাজী এবং ইমাম আলী গাজীর ছেলে আবুবকর। তখন আমার সন্দেহ বেড়ে গেল। তারপর ওই দিন পরা তার জামাকাপড় ছেঁড়া দেখে আমার সন্দেহ বেড়ে গেল। পরে তাকে গোসল করানো আবিরন বিবি জানান, গোসল করানোর সময় নাছরিনের শরীরের বিশেষ অঙ্গে রক্ত জমাট বাঁধা ছিল। বিষয়টি জানার পর বুঝতে পারলাম আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। হত্যার বিষয়টা নিয়ে থানায় মামলা করতে গেলে বিলম্ব হওয়ার কারণে দায়িত্বরত অফিসার কোর্টে মামলা করার পরামর্শ দেন। কোর্টে মামলা করলে তালা থানাকে মামলাটি নেয়ার নির্দেশ দেয়া হয়।’

এ ঘটনায় আসামি আলমগীর গাজী ও আবুবকর গাজীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে তালা থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, ‘যে সময় ময়নাতদন্তে ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ তোলা হয়েছে। ময়নাতদন্তের পর আমরা এ বিষয়ে সঠিক তথ্য জানাতে পারব।’


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চুক্তির পুনমূল্যায়ন ও সন্তু লারমার পদত্যাগ দাবি চিন্ময়ের ঘটনায় আইনজীবী হত্যা : ৯ জন শ্যোন এরেস্ট, ৮ জনের রিমান্ড কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট একক আবাসন মেলার উদ্বোধন বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি চট্টগ্রাম বিভাগীয় ২৯তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে রিট আগরতলার হাইকমিশনে ভাঙচুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের স্বাধীন সত্তা স্ববিরোধিতায় আবদ্ধ আবরার ফাহাদ র‌্যাগিংয়ের কারণে খুন! ইসকন বটিকায় সর্বনাশা চক্রান্ত

সকল