ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে গোলাম পরওয়ার
- ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
- ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
খুলনার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ধামালিয়া ড. সামসুল করীম বাকার কলেজ মিলনায়তনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখতার হুসাইন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আমির কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এমরান হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা বায়তুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়রাম্যান মাওলানা আবু জাফর মোল্লা, গাজী সাইফুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, বি এম আলমগীর হোসেন, আব্দুর রশিদ, মাওলানা ফরহাদ আল মাহমুদ, মাস্টার মোস্তাক চৌধুরী প্রমুখ।
এর আগে, সেক্রেটারি জেনারেল ডুমুরিয়া সাজিয়াড়া মাদরাসার শিক্ষক ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মুস্তাক আহমেদ, সভাপতি অধ্যাপক মুফতি আবদুল কাইয়ুম জমাদার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল গফ্ফার, মাওলানা আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ।
এছাড়াও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাজিয়াড়া মসজিদে জোহরের নামাজ আদায় শেষে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা