০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে গোলাম পরওয়ার

ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার - ছবি : নয়া দিগন্ত

খুলনার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ধামালিয়া ড. সামসুল করীম বাকার কলেজ মিলনায়তনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখতার হুসাইন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আমির কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এমরান হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা বায়তুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়রাম্যান মাওলানা আবু জাফর মোল্লা, গাজী সাইফুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, বি এম আলমগীর হোসেন, আব্দুর রশিদ, মাওলানা ফরহাদ আল মাহমুদ, মাস্টার মোস্তাক চৌধুরী প্রমুখ।

এর আগে, সেক্রেটারি জেনারেল ডুমুরিয়া সাজিয়াড়া মাদরাসার শিক্ষক ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মুস্তাক আহমেদ, সভাপতি অধ্যাপক মুফতি আবদুল কাইয়ুম জমাদার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল গফ্ফার, মাওলানা আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ।

এছাড়াও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাজিয়াড়া মসজিদে জোহরের নামাজ আদায় শেষে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।


আরো সংবাদ



premium cement
‘শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই’ ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি : মাহমুদুর রহমান দেড় মাস পর কাজে ফিরছে সিলেটের চা শ্রমিকরা আগামী এইচএসসির ফরম পূরণ ২ মার্চ থেকে শুরু ‘নতুন করে ঘুরে দাঁড়াতে চায় পুলিশ’ চাঁদাবাজির অভিযোগে মাধবদীর ওসি তছলিমের স্ট্যান্ড রিলিজ শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন জুলাই বিপ্লবোত্তর বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় বদ্ধ পরিকর : প্রধান বিচারপতি উত্তর গাজা অবরোধের পর অন্তত ৩৭০০ ফিলিস্তিনি নিখোঁজ : মিডিয়া অফিস আমরা সন্ত্রাস, দুর্নীতি ও শোষণমুক্ত বাংলাদেশ চাই : জামায়াত আমির জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিট অনুষ্ঠিত

সকল