ইবিতে নতুন প্রো-ভিসি ড. এয়াকুব, কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর
- তাজমুল জায়িম, ইবি সংবাদদাতা
- ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রো-ভিসি হিসেবে আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম নিয়োগ পেয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী চার বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন তারা। এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আমি নিয়োগপত্র পেয়েছি তবে এখনো যোগদান করিনি। আগামীকাল যোগদান করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের তিন দিন পর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। পরে গত ২৩ সেপ্টেম্বর নতুন ভিসি নিয়োগ দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা