কুষ্টিয়া সেক্টরের ২৫৫ কোটি টাকা মূল্যমানের পণ্য উদ্ধার
- কুষ্টিয়া প্রতিনিধি
- ০২ ডিসেম্বর ২০২৪, ০০:১০
গত ১০ মাসে ২৫৪ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৯৯১ টাকার বেশি মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-(বিজিবি)-এর কুষ্টিয়া সেক্টর বলে জানিয়েছেন কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।
রোববার (১ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর সেক্টরে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতিভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য দেন।
এ সময় কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলেন, ‘৩৩ বছর আগে ১৯৯১ সালের ১ ডিসেম্বর এই সেক্টরের যাত্রা শুরু হয় চুয়াডাঙ্গায়। পরবর্তীতে ১০ মাস পর ১৯৯২ সালের ৯ অক্টোবর কুষ্টিয়ার মিরপুরে এই সেক্টরের কার্যক্রম শুরু হয়। তৎকালীন সময়ে এলাকাটি সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল।’
তিনি আরো বলেন, ‘কুষ্টিয়া সেক্টরের আওতায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মহেশপুরে তিনটি ব্যাটালিয়ন সীমান্তে বিজিবি জোয়ানেরা সফলতার সাথে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিবিড়ভাবে দায়িত্ব পালন করেছেন। তারা গত ১০ মাসে ৪১.৭৬২৪১ কেজি স্বর্ণসহ ২৫৪ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৯৯১ টাকার বেশি মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য জব্দ করতে সক্ষম হয়, যা বিগত বছরের চেয়ে আড়াই গুন বেশি।’
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রিন্সিপাল কর্ণেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, পদাতিক অধিনায়ক (মহেশপুর) বিজিবি ৫৮ ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল শাহ মো: আজিজুস শহীদ, বিজিবি ৬ ব্যাটলিয়নের (চুয়াডাঙ্গা) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি, যশোর-২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহাবুবুল আলম সিদ্দিক, বিজিবি ৪৭ ব্যাটালিয়ন (কুষ্টিয়া) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহাবুব মুর্শেদ, কুষ্টিয়া অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) শারমীন সুলতানাসহ জেলা প্রশাসন, সামরিক-বেসামরিক ও স্থানীয় সাংবাদিকরা।
পরে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা