০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উন্নয়নের কথা বলে আ’লীগ সরকার লুটপাট-দুর্নীতি করেছে : জামায়াত আমির

নড়াইলে পথসভায় জামায়াত আমির - নয়া দিগন্ত

উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ সরকার লুটপাট-দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের নড়াইলের মালিবাগ মোড়ে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। নড়াইল জেলা জামায়াতে ইসলামী এ পথসভার আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট-পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সাথে বসবাস করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই।’

তিনি বলেন, ‘জামায়াত এদেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে চাই।’

জামায়াত আমির আরো বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিনশেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতাকর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি। আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী হিসেবে পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবেন।’

পথসভায় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া নড়াইলের লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায়ও বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। এতে লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
রাশিয়ার হামলায় আলেপ্পো হামলার নেতৃত্বদানকারী জুয়াইনি নিহত! জবি ভর্তিতে থাকছে মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্য কোটা এবার বই উৎসব হবে না তবে বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা : উপদেষ্টা বিধান তারেক রহমান খালাস পাওয়ায় রিজভীর নেতৃত্বে আনন্দ মিছিল কিশোরগঞ্জে নিরাপদ সড়ক চাই-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানকে অভিযুক্ত করেছিল ফ্যাসিবাদী আ'লীগ : মির্জা ফখরুল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ডিসেম্বরেও উৎপাদনে যেতে পারছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইসকনের আরো ৯ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত গোশত আমদানি হবে আত্মঘাতী সিদ্ধান্ত : ফরিদা আখতার ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

সকল