‘উগ্রবাদী ও সাম্প্রদায়িক সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে’
- খুলনা ব্যুরো
- ২৯ নভেম্বর ২০২৪, ১৮:২৩
উগ্রবাদী ও সাম্প্রদায়িক সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে মন্তব্য করে খুলনা জেলা ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, ‘বাংলাদেশে উগ্রবাদী সংগঠন ইসকনের আমদানী করেছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসকন আমদানী করে তিনি যেমন এদেশে থাকতে পারেননি তেমনি তার প্রতিষ্ঠিত ইসকনের জায়গাও এদেশে হবে না। ইসকনের কার্যক্রম সাম্প্রদায়িক। তারা প্রকাশ্যে মানুষকে কুপিয়ে হত্যা করেছে।’
বক্তারা আরো বলেন, ‘৯৫ ভাগ মুসলমানের দেশে ইসকনের কার্যক্রম চলতে পারে না। আমরা ইসকনের বিরুদ্ধে বার বার কথা বললেও সরকার সজাগ হয়নি। এবার সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি। আদালত যদি ইসকনকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে আলেম সমাজ প্রতিরোধ গড়ে তুলবে।’
শুক্রবার (২৯ নভেম্বর) খুলনার ডাকবাংলা চত্বরে জুমার নামাজ শেষে জেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এ সময় ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এ এফ এম নাজমুস সউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা মুশতাক আহমেদ।
সমাবেশে বক্তারা চট্টগ্রামে প্রকাশ্যে কুপিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচার দাবি করে বলেন, ‘অন্তবর্তী সরকার অ্যাডভোকেট আলিফ হত্যার বিচার করতে ব্যর্থ হলে তৌহিদী জনতা এর জাবাব দিবে। তারা অবিলম্বে ইসকনকে নিষিদ্ধসহ আলিফ হত্যার বিচারের দাবি জানান।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা