২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘জিয়াউর রহমানের দর্শনে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব’

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত - ছবি : নয়া দিগন্ত

জিয়াউর রহমানের দর্শনে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে খুব চিন্তার প্রয়োজন নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিতে ফিরে গেলেই নতুন দেশ গড়া সম্ভব।

শুক্রবার (২৯ নভেম্বর) যশোর প্রেসক্লাবে জেলা কৃষক দলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা রূপরেখা দিয়েছে কিংবা অন্তবর্তী সরকার যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে সেখানেও শহীদ জিয়াউর রহমানের রাজনীতি, জীবনদর্শন এবং ভাবনা রয়েছে।’

সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, দফতর সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোমিনুর রহমান ও মফিজুর রহমান।

জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে এ সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস এম কামরান হোসেন, শিহাবুর রহমান, শেখ শাকিল আহমেদ রিপন, কৃষক দল নেতা জাকির হোসেন, মিজানুর রহমান, নজরুল ইসলাম, আজগর আলী, কামরুজ্জামান, মাহবুবর রহমান, আমিরুল ইসলাম, নাজিম উদ্দীন, রাশেদ মিয়া প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি।


আরো সংবাদ



premium cement
কলকাতায় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো ও জাতীয় পতাকার অবমাননার নিন্দা বাংলাদেশের পাঞ্জাব বিধানসভায় পিটিআইকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন ছন্দা সিনেমা হল এখন মাদরাসা গোবিন্দগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ‘ঐক্যবদ্ধ ছাত্র-জনতার মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে’ তরুণ প্রজন্ম হাসিনাকে পরাজিত করেছে : মাহমুদুর রহমান প্রবাসী শ্রমিকদের ভোগান্তি লাঘবে কাজ করছি : ড. আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৪ মানুষের হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ডান্ডাবেরি : মাওলানা দেলওয়ার শনিবার লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল কিয়েভে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পুতিনের

সকল