২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন চলাচলের সিদ্ধান্ত

- ছবি : নয়া দিগন্ত

এক সপ্তাহ পর নৌ-পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক সমিতির সাথে আলোচনার পর বেনাপোল থেকে দূরপাল্লার সকল পরিবহন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নেয়ায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, ‘নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বিকেলে পরিবহন মালিক সমিতির সাথে এবং নৌ-পরিবহন উপদেষ্টা ও বন্দর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়।’

এ সময় বৈঠকে ১৫ জন পরিবহন মালিক, বেনাপোলের চারজন পরিবহন স্টাফ, নৌ-উপদেষ্টা ও বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বৈঠকের পর জানানো হয়, ‘এখন ঢাকা থেকে ছেড়ে আসা বাস বেনাপোল চেকপোস্টের বন্দর বাসস্ট্যান্ডে যাত্রী নামিয়ে সেখানেই অবস্থান করতে পারবে। বন্দর বাসস্ট্যান্ড থেকে যাত্রী উঠিয়ে ঢাকার উদ্দেশে রওনা হতে পারবে। এ সময় রাস্তায় কোনোভাবে কোনো বাস দাঁড়াতে পারবে না। তবে আন্তঃজেলার বাসগুলো বেনাপোল পৌর বাসস্ট্যান্ডে থাকতে হবে। সেখানে যাত্রী নামাবে এবং সেখান থেকেই যাত্রী উঠিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। আন্তঃজেলার কোনো বাসকে বেনাপোল চেকপোস্টে প্রবেশ করতে দেয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রস্তাবিত দাবি মেনে নেয়ায় বেনাপোল থেকে সকল বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার জানান, ‘স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস বাসস্ট্যান্ড খুলে দেয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক বাসস্ট্যান্ড গেট খুলে দেয়া হয়েছে। তবে রাস্তায় কোনো বাস দাঁড়াতে দেয়া হবে না।’


আরো সংবাদ



premium cement
চিন্ময় কৃষ্ণসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ নোয়াখালীর আ’লীগ নেতা চট্টগ্রাম থেকে গ্রেফতার জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান ৪ মাসে ১৪৪ কোটি ডলার বিদেশী ঋণ পরিশোধ কুলাউড়া সীমান্তে বিজিবির হাতে ৮ বাংলাদেশী আটক ‘ইসকন ভারতের দালাল ও পতিত আওয়ামী লীগের দোসর’ বাপুসের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিলেন রেজাউল করিম বাদশাহ সংস্কারের কাজ দৃশ্যমান হলেই নির্বাচন হবে : মাহফুজ আলম সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের : ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো দল বা গোষ্ঠির নয়’ রোহিঙ্গারা এনআইডি নেয়ার অপচেষ্টা চালালে ইসিকে জানানোর আহ্বান

সকল