২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাবেক এমপি রশীদুজ্জামানের ২ দিনের রিমান্ড মঞ্জুর

- ছবি : নয়া দিগন্ত

খুলনায় (কয়রা-পাইকগাছা-৬) আসনের সাবেক এমপি রশীদুজ্জামানের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রশীদুজ্জামানকে আদালতে হাজির করে দু’টি পৃথক মামলার তদন্ত কর্মকর্তা সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

এ সময় শুনানি শেষে আদালতের বিচারক আনোয়ারুল ইসলাম তাকে পুলিশ হেফাজতে রেখে দু’মামলায় দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন বলেন, ‘আমরা আসামি রশীদুজ্জামানের সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিচারক আমাদের যুক্তি-তর্ক শুনে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি দু’দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।’

অপর মামলায় আইনজীবী অ্যাডভোকেট একরামুনল হক বিশ্বাস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে সাবেক এমপি রশীদুজ্জামানের নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলায় আহতের ঘটনা ঘটে। সে কারণে তার সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছিলেন। বিচারক আমাদের যুক্তি-তর্ক শেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল বলেন, ‘সাবেক এমপি রশীদুজ্জামানের শারীরিক অসুস্থতার বিষয়টি আদালতে উপস্থাপন করেছি। রাজনৈতিক ভাবে হেয় করতে তাকে মামলায় আসামি করা হয়েছে। আদালত সাত দিনের পরিবর্তে থানা হেফাজতে রেখে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলাটি করেন পৌরসভার সরল (৫ নম্বর ওয়ার্ড) গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলনের নেত্রী ঈশিতা এনাম ঋতু। মামলায় সাবেক দু’এমপিসহ ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৯০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

অপর মামলাটি দায়ের করেন উপজেলার চাঁদখালী গ্রামের রুবেল সরদার নামে ছাত্রদলের কর্মী। মামলার বিবরণে উল্লেখ করা হয়, তিনি ২০২০ সালের ৯ অক্টোবরর পাইকগাছা বাসস্টান্ড জিরো পয়েন্টে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল নেতা-কর্মীদের মিছিলে হামলা ও ভাঙচুর করেন। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।


আরো সংবাদ



premium cement
সংস্কারের কাজ দৃশ্যমান হলেই নির্বাচন হবে : মাহফুজ আলম সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের : ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো দল বা গোষ্ঠির নয়’ রোহিঙ্গারা এনআইডি নেয়ার অপচেষ্টা চালালে ইসিকে জানানোর আহ্বান আলিফের পরিবারকে এক কোটি টাকা দেবে শামসুল হক ফাউন্ডেশন জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে : জামায়াত আমির এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন চলাচলের সিদ্ধান্ত সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার কমছে ৪৭তম বিসিএসের আবেদন ফি গাজীপুরে কোরআন অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার অযাচিত অস্থিরতা নয়, দায়িত্বশীল হোন

সকল