‘গণঅভ্যুত্থানের বড় স্টেকহোল্ডার ছিল শিবির’ দাবি ইবি সমন্বয়কের
- ইবি সংবাদদাতা
- ২৭ নভেম্বর ২০২৪, ২৩:৪৯
‘ইসলামী ছাত্রশিবির জুলাই অভ্যুত্থানের বড় স্টেকহোল্ডার ছিল’ বলে মন্তব্য করেছেন বেষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট।
আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে বুধবার (২৭ নভেম্বর) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রসংগঠনকে সাথে নিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেখেছি ইসলামী ছাত্রশিবির আমাদের লড়াইয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। আমরা যে মিছিলগুলোতে অংশগ্রহণ করতাম সামনের সারিতেও তারা থাকতো, পেছনের সারিতেও তারা থাকতো। এই আন্দোলনের বড় স্টেকহোল্ডার ছিল ছাত্রশিবির।
তিনি আরো বলেন, পতনের পর যখন পতিত শেখ হাসিনা কোথাও আশ্রয় পাচ্ছিল না, তখন ভারত তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ছাত্রজনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর তারা থেমে যাবে। কিন্তু তারা তাদের নীলনকশা থেকে সরে আসেনি। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে ছাত্রজনতার বিপক্ষে লেলিয়ে দিয়েছে। যখন আমরা ঐক্য, সম্প্রীতি ও শান্তির কথা বলছি, তখন তারা আমার ভাইদের হত্যা করার নজির সৃষ্টি করেছে। স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।
বিকেল ৩টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে পুনরায় প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি এইচ এম আবু মুসা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি ঈসমাইল হোসেন রাহাত ও জমিয়তে তলাবায়ে আরাবিয়ার সেক্রেটারি সাজ্জাতুল্লাহ শেখ বক্তব্য রাখেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা