২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মোংলায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

- ছবি : নয়া দিগন্ত

মোংলার মাকড়ঢোন এলাকায় সবিতা মল্লিক নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন সন্ধ্যায় মোংলার মাকড়ডোন এলাকায় এ ঘটনা ঘটে।

সবিতা মল্লিকের মেয়ে হ্যাপি ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়িতে ঢুকেন একই এলাকার মাইকেল মধুসূদন সড়কের বাসিন্দা তন্ময় মণ্ডল (৩৫)। তন্ময় ওই বাড়িতে ঢুকে বাড়ির মালিক সুনিলকে খুঁজতে থাকেন বলে দাবি পরিবারের। সুনীল বাড়িতে না থাকায় তার স্ত্রী সবিতা মল্লিক বের হলে তাকে জিজ্ঞেস করেন সুনীল কোথায়। সবিতা মল্লিক জানান, তিনি বাড়িতে নেই, প্রাইভেট পড়াতে গেছেন। তখন তন্ময় তাকে বাড়ির ভিতর থেকে রাস্তায় এগিয়ে দেয়ার জন্য বললে সবিতা মল্লিক তাকে এগিয়ে দিতে যান। এগিয়ে দিতে বাড়ির পুকুরপাড় পর্যন্ত গেলে তন্ময় তাকে দা দিয়ে কুপিয়ে পাশের ডোবায় ফেলে দেন বলে দাবি পরিবারের। এরপর সেখান থেকে আবারো ফিরে সুনীলের বাড়িতে গিয়ে তাদের মেয়ে হ্যাপি মল্লিককে (২৫) মারধর করতে থাকেন এবং তাকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন। এ সময় পরে হ্যাপির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তন্ময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত হ্যাপি তার মাকে খুঁজতে গিয়ে ডোবায় পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তিনি তার মাকে (সবিতা) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন বলেন, ‘রক্তক্ষরণ ও পানিতে ফেলে দেয়ায় ডুবে তার মৃত্যু হয়েছে।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, ‘এটা একটি হত্যাকাণ্ড। হত্যাকারীকে আটকে আমরা মাঠে রয়েছি। তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। হত্যাকারীকে ধরা গেলে রহস্য উদঘাটন করা সম্ভব।’


আরো সংবাদ



premium cement
কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ

সকল