খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
- খুলনা ব্যুরো
- ২৫ নভেম্বর ২০২৪, ১৭:২২
বর্ণিল আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার দিবসের শুরুতে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের পতাকা উন্মোচন পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে জড়িতদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং হাদী চত্বর থেকে ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় হাদী চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-ভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী এবং বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এরপর মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদ।
এছাড়া অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-ভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী ও জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা