২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয়

- ছবি : সংগৃহীত

খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির ২০২৪-২৫ বর্ষের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ১১টি পদের মধ্যে ৭টি পদের বিপরীতে ৭০ জন ভোটারের ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদক সহ বিএনপি- জামায়াত প্যানেলের প্রার্থীরা নিরুঙ্কুশ জয়লাভ করে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ৪৪ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো (অপরাজিত) সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল পেয়েছেন ১৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এফএমএ রাজ্জাক পেয়েছেন ৮ ভোট।

সহ-সভাপতি পদে বিএনপির প্রশান্ত কুমার ঘোষ (৩৭) ও জামায়াতের মো: আব্দুল মজিদ গাজী (৩৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম পেয়েছেন ৩৩ এবং বিএনপি জিএম আমজাদ হোসেন ১৬ ভোট। ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম আককাস আলি। তিনি জামায়াতপন্থী। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী অজিৎ কুমার সরকার পেয়েছেন ৩২ ভোট। ৩৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: একরামুল হক বিশ্বাস (বিএনপি), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সমরেশ চন্দ্র মণ্ডল পেয়েছেন ২৭ ভোট।

৩৭ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঞ্জয় কুমার মণ্ডল, তার নিকটতম প্রার্থী কাজী সাইফুল ইসলাম পেয়েছেন ২৭ ভোট। ৩৪ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় কৃষ্ণ মণ্ডল, তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল মালেক পেয়েছেন ৩০ ভোট।

এর আগে ৪ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাশনা শারমিন আঁখি, তিনজন সদস্য যথাক্রমে আমিনুল ইসলাম, রেহেনা পারভিন ও ভব রঞ্জন বৈদ্য।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট কিশোরী মোহন মণ্ডল, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, মো: বেলাল উদ্দীন ও উত্তম কুমার সানা।

নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কিশোরী মোহন মণ্ডল।

এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

নির্বাচন পর্যবেক্ষণ করেন সহকারী জজ মো: কামরুজ্জামান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আনোয়ারুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল