২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দ্বিতীয় দিনের মতো বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ

বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ - ছবি : সংগৃহীত

বেনাপোলে দ্বিতীয় দিনের মতো আন্তঃজেলা ও দূরপাল্লার সকল পরিবহন বন্ধ করে রেখেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। এতে ভারত থেকে আসা হাজার হাজার পাসপোর্টধারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে পরিবহন চলাচল। এর আগে শনিবার থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহনের সাথে সংশ্লিষ্টরা।

এদিকে বৈঠকের পরও কোনো সমাধান না হওয়ায় বেনাপোল থেকে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। পরিবহন চলাচল কখন শুরু হবে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘সমস্যা সমাধানের জন্য রোববার দুপুরে আমরা সকল পরিবহনের ম্যানেজাররা যশোর জেলা প্রশাসকের সাথে বৈঠকে বসি। বৈঠকে জেলা প্রশাসক বলেছেন, উপদেষ্টার নির্দেশে এটা করা হয়েছে। তার নির্দেশ ছাড়া আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। পৌর বাসস্ট্যান্ড থেকেই যাত্রী ওঠা-নামা করাতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের দাবি না মানায় পরিবহন মালিকরা তাদের গাড়ি এই সড়কে চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে সাতক্ষীরা সড়েকেও পরিবহন বন্ধ রাখবে বলে মালিকপক্ষ থেকে জানানো হয়।’

এদিকে হঠাৎ করে বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন ভারত থেকে আসা হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী। তারা গন্তব্যে যেতে প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রেন, ইজিবাইক, জেএসএ, ব্যাটারিচালিতভ্যান ও নসিমনে চলাচল করছেন বলে জানা গেছে।

বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ১২ কিলোমিটার দূরে নাভারন সাতক্ষীরা মোড় কিম্বা যশোর থেকে ভারত ফেরত অনেক পাসপোর্টধারী যাত্রী বাড়ি ফেরার চেষ্টা করছেন বলে জানা গেছে।

ভারত থেকে ফেরা পুরান ঢাকার কাজল চন্দ্র দে বলেন, ‘বেনাপোল থেকে বাস না ছাড়ায় বাধ্য হয়ে সিএনজিতে করে নাভারন সাতক্ষীরা মোড়ে এসেছি। অপেক্ষা করছি সাতক্ষীরা থেকে কখন বাস আসবে।’

নারায়নগঞ্জের দেলোয়ার হোসেন বলেন, ‘নাভারন সাতক্ষীরা মোড়ে বসে আছি। সাতক্ষীরা থেকে গাড়ি এলে তারপর ওই গাড়িতে করে যেতে পারব।’


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

সকল