২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ

চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা মূল্যের ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরী স্বর্ণের গহনা জব্দ করেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়ন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের গহনাগুলো জব্দ করে বিজিবি। বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া নামক স্থান দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদের দিকনির্দেশনায় বিজিবি সদস্যরা অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে সন্দেহভাজন তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্ত হতে দর্শনার অভিমুখে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে বাগানের ভেতর পালিয়ে যায় এবং অপর দুই আরোহী মোটরসাইকেল নিয়ে দ্রুত সীমান্ত অভিমুখে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগটি জব্দ করে। এর ভেতর হতে স্কচ টেপ দ্বারা মোড়ানো ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। উদ্ধার স্বর্ণের গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি

সকল