২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলেই ন্যায় বিচার পাবেন : মোবারক হোসেন

দোয়ার অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলেই ন্যায় বিচার পাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে নিহত সকল পরিবারের পাশে জামায়াত আছে এবং থাকবে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী শহীদ আব্দুল্লাহর বাড়িতে তার পরিবারের খোঁজখবর, কবর জিয়ারত ও দোয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মোবাইল ফোনে লাউডস্পিকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেন, ‘আব্দুল্লাহ দেশের মানুষের জন্য, মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করে আল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন।’ তিনি বলেন, ‘শহীদরা মরেন না। তারা আল্লাহর জিম্মায় জীবন্ত থাকেন। এ সময় আব্দুল্লাহর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।’

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোরের জেলা আমির অধ্যক্ষ মাওলানা গোলাম রসূল, সাবেক জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, জেলা জামায়াতের নেতা মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন, শার্শা থানা আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী ও ঝিকরগাছা থানা আমির মাওলানা আসাদুল আলম প্রমুখ।


আরো সংবাদ



premium cement