২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল

যশোরে জেলা বিএনপি আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি : নয়া দিগন্ত

ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণঅভ্যুত্থান এক দিনের বিষয় না। শেখ মুজিব বাকশাল করেছিলেন। তার মেয়ে শেখ হাসিনা দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছিলেন। আওয়ামী লীগ স্বাধীনতার মূলমন্ত্রের উল্টাটা করেছে। এ কারণে স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আবার গণতন্ত্রের কথা বলতে হচ্ছে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতাকে সবসময় মনে রাখতে হবে। রংপুরে আবু সাঈদের মৃত্যু আর সোস্যাল মিডিয়ার প্রচারণার কারণে শেখ হাসিনা দ্রুত পালিয়ে গেছেন। রক্তের অনেক শক্তি। যার প্রমাণ অতীতেও দেখা গেছে। শহীদ আসাদের জীবনের বিনিময়ে দ্রুত দেশ স্বাধীন হয়েছিল। পতন হয়েছিল আইয়ুব শাহীর। শহীদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে পতন হয়েছিল স্বৈরাচার এরশাদের। তেমনি শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বৈরাচার হাসিনামুক্ত হয়েছে।’

শুক্রবার (২২ নভেম্বর) যশোর জেলা বিএনপি আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন : আজকের প্রেক্ষিত’ শীর্ষক নাগরিক ভাবনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বৈরাচার হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। অনেক গণমাধ্যমকে বিভিন্ন কালাকানুন দিয়ে তার গোলাম বানিয়েছিলেন তিনি।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন যেসব সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপির ৩১ দফার মধ্যে আছে। ৪২ টি রাজনৈতিক দলের সাথে বসে এই ৩১ দফা তৈরি করা হয়েছে। গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের দেশ গড়তে ঐক্যের প্রয়োজন। বিএনপি নির্যাতিত সব দলকে নিয়ে ঐক্যমত্যের সরকার গঠন করতে চায়, যাতে করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়া যায়।’

তিনি আরো বলেন, ‘দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি স্থিতিশীলতা ফিরে আসবে। এই সরকার সংস্কার কার্যক্রম যেখানে শেষ করবে বিএনপি সরকারে গেলে সেখান থেকেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে।’

এ সময় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।


আরো সংবাদ



premium cement
মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল

সকল