২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’

হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর - ছবি : নয়া দিগন্ত

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় কোনো রকম অবহেলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। তিনি বলেন, কেবল অবহেলা না, কোনো রকম হয়রানির খবর পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে অধিদফতর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে যশোর সার্কিট হাউসে জুলাই বিপ্লবে আহত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

ডা. আবু জাফর বলেন, ‘শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে এদেশের মানুষ। দেশের মানুষের মুক্তির জন্য শ’ শ’ শিক্ষার্থী বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হাজার হাজার শিক্ষার্থী হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। হাসপাতালে দেখতে গিয়ে চোখের পানি ধরে রাখা যায় না। তারপরও তারা হাসিমুখে কথা বলছে। এসকল যুবকের অনেক আক্ষেপ রয়েছে। তাদের সেসব আক্ষেপ মেটাতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে আহতদের ব্যাপারে দরদি হতে হবে। হাসিমুখে সেবা দিতে হবে। এসব আহতরা যাতে চিকিৎসা সেবা নিতে গিয়ে হয়রানি কিংবা অবজ্ঞার শিকার না হয় সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘যশোর মেডিক্যাল কলেজের সাথে হাসপাতাল করার দীর্ঘ দিনের দাবি এখানকার মানুষের। এ হাসপাতালের বাস্তবায়ন অনেক দূর এগিয়েছে। এ প্রকল্প বর্তমানে কেবিনেটে ওঠার অপেক্ষায় রয়েছে। কেবিনেটে পাস হলেই কাজ শুরু হবে। যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলা পর্যন্ত লিফট চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর (হাসপাতাল) ডা. আবু হোসেন মো: মঈনুল আহসান ও খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুর্শিদ।

যশোর সিভিল সার্জন অফিস এ মতবিনিময়ের আয়োজন করে। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার রাতে জুলাই বিপ্লবে শহীদ যশোরের বেনাপোলে আব্দুল্লাহর বাড়িতে যান মহাপরিচালক। সেখানে তার বাবা-মাকে সান্ত্বনা দেন তিনি।


আরো সংবাদ



premium cement
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার শিক্ষা প্রশাসনে ফের রদবদল, ৪৬ কর্মকর্তাকে পদায়ন এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেই : রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি স্পেন অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজের অনুমতি দেবে ঢাবিতে চলতি মাসেই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ হয়ে গেল ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮ বিচারের পর আ’লীগকে নির্বাচন করতে দেয়া হবে : ড. ইউনূস সিরাজগঞ্জে সাবেক পিপি ৫ দিনের রিমান্ডে

সকল