চুয়াডাঙ্গায় ভারতীয় মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ২১ নভেম্বর ২০২৪, ১৬:২৩
চুয়াডাঙ্গার পৌর শহরে এক হাজার ৩৫০ পিচ ভারতীয় টেপেন্ডো ট্যাবলেট মাদকসহ তারেক আজিজ ও তার স্ত্রী সজনী খাতুনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলার পৌর শহরের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পরিদর্শক নাজমুল হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় স্টাফ ও চুয়াডাঙ্গা সেনাবাহিনীর-৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারী গ্রামের চিহ্নিত মাদককারবারী স্বামী তারেক আজিজ ও তার স্ত্রী সজনী খাতুনকে গ্রেফতার করেন। পরে তার বাড়ি তল্লাশি করে এক হাজার ৩৫০ পিচ ভারতীয় মাদক উদ্ধার করে।’
এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান চুয়াডাঙ্গা সদর থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা