ভারতে অনুপ্রবেশকালে জীবননগর সীমান্তে গ্রেফতার ৫
- জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ২১ নভেম্বর ২০২৪, ১৫:১৬
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়। এর আগে গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হলেন গোপালগঞ্জের মকছুদপুর উপজেলার উত্তর জলিরপাড় গ্রামের পরিমল বাড়ৈর ছেলে প্রান্তস বাড়ৈ (২৩), সাতক্ষীরার কলারোয়ার তুলসীভাদা গ্রামের আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম (৩৫), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মজনু সরদার (৪০), মাদারীপুরের রাজৈর উপজেলার মৃধাবাড়ী গ্রামের বিশম্বর বাড়ৈর মেয়ে সংগীতা বাড়ৈ (২০) ও ছেলে সৈরভ বাড়ৈ (১৯)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তারা ভারতে অবৈধপথে অনুপ্রবেশের চেষ্টা করছিল। আমরা বিষয়টি জানতে পেরে তাদেরকে গ্রেফতার করি। এ বিষয়ে একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা