চৌগাছায় আ’লীগ নেতার কবল থেকে ৪ একর সরকারি জমি উদ্ধার
- এম এ রহিম, চৌগাছা (যশোর)
- ২০ নভেম্বর ২০২৪, ২০:৪৮
যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগ নেতার দখলে থাকা চার একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর এলাকার বাহাদুরপুর মৌজায় দখলমুক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।
এ সময় বাহাদুরপুর মৌজার জেএল নম্বর ৬ এবং ১ নম্বর আর এস খতিয়ানে ২৪১৯ ও ২৪২০ দাগে মোট ৩ দশমিক ৮৯ একর জমি দখলমুক্ত করে পতাকা টানিয়ে দেয়া হয়। জমিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দখলে রেখে আসছিলেন।
জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হাবিব সরকারি এই জমিটি দখলে নেন। এর মধ্যে ২ দশমিক ৬৪ একর জমি পুকুরপাড় এবং ১ দশমিক ২৫ একর জলাশয়ের অংশ। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করেন।
এলাকাবাসী জানায়, একসময় কিছু অসাধু ব্যক্তি বালু উত্তোলন করে সমতল জায়গাটি পুকুর বানিয়ে ফেলে। হাবিবুর জমিটি দখলে নিয়ে পুকুরটি চারদিক থেকে পুনরায় মাটি ভরাট করে সমতল করার চেষ্টা করছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, মোট ৩ দশমিক ৮৯ একর সরকারি জমি উদ্ধার করার পরে সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে কেউ সরকারি এই জমি দখলের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উচ্ছেদ অভিযানে উপজেলা সার্ভেয়ার জহির উদ্দীন আরিফ, উপজেলা ভূমি অফিসে কর্মকর্তা আব্দুস সালামসহ স্থানীয় ভূমি অফিসের নায়েব ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা