২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা - ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নেয়া এ সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা থেকে জানানো হয়, ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা এবং দুপুর পৌনে ১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে।

এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে এক হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় ২০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে।

আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ৩ ঘণ্টাব্যাপী ৫০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এমসিকিউ (MCQ) পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য admission.kuet.ac.bd-তে পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement