২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন

শিশু শাহিন হত্যায় পাঁচজনের যাবজ্জীবন - ছবি : নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় শিশু শাহিন ফকির (১০) হত্যা মামলায় এক নারীসহ একই পরিবারের পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক শাজাহান আলী এ রায় দেন। একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।

দণ্ড পাওয়া আসামিরা হলেন লোহাগড়ার কালাচাঁদপুর গ্রামের শিমুল (৪৪) ও তার মা শামীমা বেগম (৬৯), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) এবং তার দু’ ছেলে সৈয়দ জাহিদুর রহমান মিঠু (৪৪) ও সৈয়দ লিটন (৪১)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, ‘২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নড়াইলের নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের প্রবাসী শওকত ফকিরের ১০ বছরের শিশু শাহিন ফকির নিখোঁজ হয়। এরপর ৩০ সেপ্টেম্বর তার গলিত লাশ একই গ্রামের একটি পুকুর পাড়ের গর্ত থেকে উদ্ধার করা হয়। অভিযোগ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের কারণে শাহিনকে হত্যা করে লাশ গুম করার অপচেষ্টা করা হয়।’

উল্লেখ্য, শাহিনের বাবা বিদেশ থাকায় তার চাচা মিজানুর রহমান পাঁচজনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহারে সঙ্কটাপন্ন ব্যাংকগুলোর ক্ষতি ১৬৬৩.৩৮ কোটি টাকা সুদানের গ্রামে আধাসামরিক বাহিনীর গুলিতে নিহত ৪০ ট্রেনের টিটিই কর্তৃক ববি শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি, বিচারের দাবি ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হলো গণতন্ত্র পূর্ণরূপে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে : মির্জা ফখরুল সাভারে মোবাইলে ভিডিও ধারণ করে শিশুর অত্মহত্যা যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে আমরা হেরে যাব : জেলেনস্কি প্রবাসী স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার দক্ষ কর্মীদের জন্য অভিবাসন নিরাপদ ও নিয়মিত করতে আইওএমের আহ্বান প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল