১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

- ছবি : নয়া দিগন্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টেক্সাস বিএনপির উদ্যোগে একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপির টেক্সাস শাখার সভাপতি ক্যাপ্টেন (অব:) সাইদুল হক সাইদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং আফ্রিকা, ইউরোপ ও উত্তর-দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সময়ন্বক আনোয়ার হোসেন খোকন।

এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি-আদর্শ নিয়ে আলোচনা করেন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্যও তুলে ধরেন।

বক্তারা আরো বলেন, বিগত আওয়ামী লীগ শাসন আমলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় খালেদা জিয়া, তারেক রহমান ছাড়াও হাজার হাজার নেতাকর্মীকে সাজা দেয়া হয়েছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সব ষড়যন্ত্র ও মিথ্যা মামলা মোকাবেলা করে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন। ইনশাল্লাহ।


আরো সংবাদ



premium cement

সকল