১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বৈরাচার সরকার লুটপাটের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল : উপদেষ্টা

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ - ছবি : নয়া দিগন্ত

স্বৈরাচার সরকার লুটপাটের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, তারা যে যার মতো লুটপাট করেছে। যে কারণে বর্তমানের এ মুদ্রাস্ফীতি। বর্তমান সরকার এ মুদ্রাস্ফীতি কাটিয়ে উঠার চেষ্টা চালাচ্ছে। মুদ্রাস্ফীতি কাটিয়ে উঠতে পারলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানা সম্ভব হবে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, ‘সংস্কার রাতারাতি কোনো ব্যাপার না। এটি একটি চলমান প্রক্রিয়া। বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। আগামীতে নির্বাচিত সরকারকে এটি এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘এক হাজারের বেশি শহীদের জীবনের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও এ প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘যশোরকে পর্যটন জেলা করার জন্য জেলা প্রশাসক আজাহারুল ইসলাম অনেক আইডিয়া দিয়েছেন। তার আইডিয়াগুলো যাচাই করে উদ্যোগ নেয়া হবে। এখানকার ফুল চাষ পর্যটনের আওতাভুক্ত হতে পারে। ফুল চাষকে সেইভাবে গড়ে তোলা গেলে দেশি-বিদেশী পর্যটক আসবে এখানে।’

উপদেষ্টা বলেন, ‘ভূমি অফিসগুলো দুর্নীতিমুক্ত করতে তিন বছর ধরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বদলি কার্যক্রম শুরু হয়েছে। একইসাথে ভূমির সব কার্যক্রম অটোমেটেড করা হচ্ছে দুর্নীতি রোধ করার জন্য।’

জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা শূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মিয়া আব্দুল হালিম, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ।

মতবিনিময় সভায় উপদেষ্টা তার আওতাধীন বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয় সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন।


আরো সংবাদ



premium cement
সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : এ্যানি হাটহাজারীতে আ'লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগ ভাংচুর তালায় হত্যা মামলার সাড়ে ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের 'বারাসাত ব্যারিকেড' কর্মসূচি ‘আসিফ নজরুলকে হয়রানির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’ চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে পিএসসি’র সিদ্ধান্ত ট্রাকচাপায় হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান নিহত 'গণহত্যায় উসকানির দায়ে' ৩৭ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত

সকল