১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু

- ছবি : নয়া দিগন্ত

শুল্ককর প্রত্যাহার করে নেয়ার পর আজ সোমবার সকালে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

দুই বছর পর সোমবার সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিনটি ট্রাকে এটি চালের প্রথম চালান।

বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, শনিবার আমদানিকারক প্রতিষ্ঠান মাহাবুবুল আলম ফুড প্রডাক্ট-এর ১০৫ টন, রোববার মাহাবুবুল আলম ফুড প্রডাক্টের ১০৫ টন ও অর্ক ট্রেডিং-এর ১০০ টন চালের গেট পাস করা হয়। এই ৩১০ টন চালের মধ্যে সোমবার বেলা ১১টার দিকে একটি চালানের ১০৫ টন চাল বেনাপোল বন্দরে ঢুকেছে।

যশোরের ‘মাহাবুবুল আলম ফুড প্রডাক্ট’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের পশ্চিমবঙ্গের ‘সুধর্ম আয়াতনির্যাত প্রাইভেট লিমিটেড’ নামের একটি রফতানিকারক প্রতিষ্ঠান থেকে প্রথম চালানে তিনটি ট্রাকে ১০৫ টন (এক লাখ ৫ হাজার কেজি) নন বাসমতি চাল আমদানি করেছেন।

একই আমদানিকারকের আরো ১০৫ টন চাল ওপারে রয়েছে যা আজই বেনাপোল বন্দরে ঢুকতে পারে।

বেনাপোল বন্দর থেকে চাল খালাসের দায়িত্বে রয়েছে ‘হোসেন অ্যান্ড সন্স’ নামের একটি সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট।

সিঅ্যান্ডএফ অ্যাজেন্টের প্রতিনিধি জিয়াউর রহমান বলেন, ‘আমদানিকৃত চালের দাম ৪৫ হাজার ১৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় ৫৪ লাখ ১৮ হাজার টাকার সমান। আমদানিকৃত প্রতি কেজি চালের দাম পড়েছে প্রায় ৫২ টাকা। এরপর পরিবহন, বন্দরের ভাড়া, ব্যাংক খরচসহ অন্য খরচ রয়েছে। ওই হিসেবে প্রতি কেজি ৫৫ টাকা পড়ে যাবে।

রোববার খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: লুৎফর রহমান স্বাক্ষরিত এক পত্রে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে। যারা ভারত থেকে দুই লাখ ৭৩ হাজার টন সিদ্ধ চাল ও এক লাখ ১৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি পেয়েছে। সবাই চাল আমদানি করতে পারবে কি না তাতে সন্দেহ ব্যবসায়ীদের। কারণ আগামী ২২ ডিসেম্বরের মধ্যে সমুদয় চাল আমদানি করে বাজারজাত করতে হবে।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী হেমন্ত কুমার সরকার জানান, ‘২০২৩ সালের ২০ জুলাই থেকে দেশের বাইরে সিদ্ধ ও আতপ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। তার আগে ২০২২ সালের নভেম্বর থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। ওই সময় চাল আমদানি নিরুৎসাহিত করতে চালের ওপর ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়। এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি।’

তিনি আরো জানান, ‘তাদের কাছ থেকে শুধু মাত্র একটি আমদানিকারক প্রতিষ্ঠান (মাহাবুবুল আলম ফুড প্রডাক্ট) প্রথম চালানের ১০৫ টন চালের আইপি সার্টিফিকেট নিয়েছেন। এই প্রতিষ্ঠানের আরো ১০৫ টন চাল আজই বেনাপোল বন্দরে ঢোকার কথা রয়েছে বলে সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি জানিয়েছে।’

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, ‘সোমবার বেলা ১১টার দিকে বেনাপোল বন্দরে ১০৫ টনের (তিন ট্রাক) একটি চালান প্রবেশ করেছে। কাস্টমস থেকে শুল্কায়নের পর কাগজপত্র দেখে দ্রুত ছাড় দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঋণ জালিয়াতি অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে টেঁটা সংঘর্ষ, আহত অন্তত ১২ মুজিবের ছবি সম্বলিত ডাকটিকিট বিক্রিতে ক্রেতাদের ক্ষোভ চলতি বছর ১০০০ জনকে ওমরা করাবেন সৌদি বাদশা ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালের মালিক গ্রেফতার ইসরাইলের ‘পূর্ণ স্বাধীনতা’ ছাড়া লেবাননে যুদ্ধবিরতি নয় : গ্যান্টজ প্রধান উপদেষ্টার সাথে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ ‘ট্রাম্পের জয় চীন-ইরান কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলবে না’ ভাঙ্গায় আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু দ্বীন বিজয়ী করতে দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই : সেলিম উদ্দিন সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

সকল